ঢাকার সচিবালয়ে দুই  উপদেষ্টার দপ্তর পুড়ে ছাই, ১ জন খুন।

The short URL of the present article is: https://bangavumi.com/89dc

ঢাকার সচিবালয়ে দুই  উপদেষ্টার দপ্তর পুড়ে ছাই, ১ জন খুন।

মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি,  ভোলা, বরিশাল,

 

খ্রিষ্ট ধর্মের বার্ষিক বড় দিনে (গত ২৫/১২/২০২৪ ইং তারিখ), দিবাগত রাত সময় অনুমান একটা পঞ্চাশের দিকে বাংলাদেশ সচিবালয়ের সাত নং বিল্ডিংয়ে আগুন লাগার পর ২৭/০৮/২০২৪ ইং তারিখে— ভোলা জেলার চরফ্যাসন উপজেলার শশীভূষন থানার তের নং এওয়াজপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ডাকাত রফিক কয়ালের পুত্র হৃদয় আহম্মেদ শান্ত ডাকাতের দেশ ত্যাগের প্রচেষ্টা চলছে।

ইতিপূর্বেও সে মৎস্য দস্যুবাদ সংক্রান্ত ভোলার একটি মারামারির পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তাদের পারিবারিক গৃহের দক্ষিন পাশের মৎস্য দস্যু আলাউদ্দিন ডাকাতের মাধ্যমে সঙ্গীয় ডাকাতদের সাথে যোগ দিয়ে ভোলার মৎস্য অফিসারদেরকে মারধর করে। হৃদয় ডাকাতের আত্মীয় আছমার স্বামী রুমন মতান্তরে রিপনের ড্রাইভারের যোগসাজশে ও সহায়তায় বেলাল ড্রাইভারের সহযোগিতায় সচিবালয়ের আগুন নিভানোর কাজের ফায়ার কর্মী সোহান জামানকে হত্যা করেছে।

রুমনের পৈতৃক উর্ধ্বতন/পূর্ব পুরুষেরা ১৯৭৪ ইং সালে ব্যাংক ডাকাতি করেছিল। শ্বশুরকূলের উর্ধ্বতন / পূর্ব পুরুষেরা ও আত্মীয়- স্বজনেরা ১৯৩০ ইং সালে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহর আমলে ভোলা জেলা এলাকায় বৃটিশ বিরোধী লবন মূল্য বিপ্লবের নামে লবনের দামের আড়ালে দেশের মানুষের টাকা-পয়সা লুটপাট করেছে। হৃদয়ের হবু শ্বশুর চকিদারের আত্মীয় এওয়াজপুরের কবির চৌকিদারের সহায়তায় সচিবালয়ে আগুন লাগার সেই দিন রাতেই সচিবালয়ের অভ্যন্তরে খ্রিষ্টীয় বড় দিনের আতশবাজি করতে গিয়ে ও সচিবালয়ের অভ্যন্তরের অতীব দামিদামি জিনিসপত্র আত্মসাতের উদ্দেশ্যে সরিয়ে ফেলার (ডাকাতি করার) সুবিধা করতে সচিবালের ভিতরে আগুন ধরিয়ে দেয়। আগুনের ঘটনার এক দিন পরেই সে (রিদয় আহম্মেদ শান্ত ডাকাত) বাংলাদেশ থেকে সরে যাওয়ার পরিকল্পনা করে।

২৭/০৮/২০২৪ ইং তারিখে— তার বিমানে ওঠার কথা রয়েছে বলে ভোলা জেলার চরফ্যাসন উপজেলার পৌর ছয় নং ওয়ার্ডের রিয়াদ মঞ্জিলে অবস্থিত ভরসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ইমতিয়াজ আহম্মেদ সৌরভ ওরফে আরাফাতের রহমান রিয়াদ বিভিন্ন জনকে জানিয়েছে। এবং তার (হৃদয় আহম্মেদ শান্ত ডাকাতের) এই বিদেশ যাওয়ার আদমানা কাজেও সে নিয়োজিত থাকার খবর পাওয়া গেছে। যে কোন ধরনের নাশকতা সম্পন্ন করে পলাতক হওয়ার জন্য আগে থেকেই ঐ হৃদয় ডাকাত পাসপোর্ট করে রেখেছিল। ছবিতে- ঢাকার সচিবালয়ে রড় দিনের আগুনের আতশবাজি, নিহতের জানাজা ও ফায়ার ডিফেন্স কর্তার ব্রিফিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading