
প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিল সংবিধান সংস্কার কমিশন
নিউজ ডেস্ক
সংবিধান সংস্কার কমিশন আজ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
আজ সকালে কমিশনের চেয়ারম্যান ড. আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর হাতে এ প্রতিবেদন তুলে দেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
আরও তিন কমিশনের প্রতিবেদন জমা
সংবিধান সংস্কার কমিশনের পাশাপাশি আজ আরও তিনটি কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এগুলো হলো:
- নির্বাচন সংস্কার কমিশন
- দুর্নীতি দমন সংস্কার কমিশন
- পুলিশ সংস্কার কমিশন
কমিশনের কাজ ও গঠনের ইতিহাস
জনপ্রতিনিধিত্ব, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে সংবিধান পর্যালোচনা ও সংস্কারের জন্য সুপারিশ প্রণয়ন করতে ২০২৩ সালের ৬ অক্টোবর ড. আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
কমিশনটি বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে।
মেয়াদ বৃদ্ধি
চলতি বছরের ২ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের কার্যক্রমের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।