
বটিয়াঘাটা ২ নং সদর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত ।
ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ও ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার বেলা ১২ ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে স্থানীয় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিবেক বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি ।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শফিকুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা ।
আনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা তহশিল অফিসের সহকারী নায়েব আবু তাহের,প্রভাষক পার্থ প্রতিম,শিক্ষক ননী গোলদার, শিক্ষক শিবপদ ব্যানার্জী , হাফেজ হেদাতুল্লাহ, মোঃ ফজলুর রহমান,পৌরহিত্ বৃতি সুন্দর চক্রবর্তী,উপ -সহকারী কৃষি অফিসার দীপন হালদার, ইউপি সচিব চিরঞ্জীব রায়, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক গোরদাস ঢালী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রেজাওয়ানা,ইউপি সদস্য যথাক্রমে কিংকর রায়, মিলন বৈরাগী, পবিত্র রায়,রমা মন্ডল, লিপিকা জদ্দার, ওবায়দুল হক,পপি তরফদার, হিমাংশু সরকার, প্রসেনজিৎ সহ গ্ৰামপুলিশ ও তরুণ প্রজন্ম প্রমূখ ।