নিউজ : অনলাইন ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে মঙ্গলবার আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।
দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন। আদালতে দুদকের পক্ষে উপ-পরিচালক নাজমুল হুসাইন আবেদন জানান। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, সিতাংশু কুমারের বিরুদ্ধে আয়ের ঘোষিত উত্সের বাইরে সম্পদ থাকার অভিযোগে তাকে স্থাবর ও অস্থাবর সম্পদসহ আয়ের উৎসের বিবরণ দাখিল করতে বলা হয়েছিল। ২০২৩ সালের ২৭ অক্টোবর তিনি ব্যক্তিগতভাবে নোটিশ গ্রহণ করলেও, নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে বিবরণ জমা দিতে ব্যর্থ হন।
ফলস্বরূপ, দুদক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলায় আরও উল্লেখ করা হয়, জামিন দিলে আসামি পলাতক হতে পারেন বা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারেন।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিতাংশু কুমারকে গ্রেপ্তার করা হয়।
তথ্যসূত্র: DT