
বাগেরহাটের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার
দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ
বাগেরহাটের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার
এস,এম হুমাইউন কচুয়া
বাগেরহাট জেলার কচুয়া থানার উদ্যোগে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতের বিশেষ অভিযানে বাধাল ইউনিয়নের দোবাড়িয়ার একটি স-মিলের সামনে থেকে এই ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হোসেন গাজী (২০), শোভন ব্যানার্জী (১৯) এবং ইয়ামিন ইসলাম ওরফে শাওন (২৪)। তাদের কাছ থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪২.৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা, ২২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দা, ২৫.৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি কুড়াল এবং ৩৩.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধাতব পাইপ।
এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চন্দ্র কান্ত গাইন জানান, ডাকাতির ঘটনায় জড়িত আরও তিন পলাতক আসামি মোঃ আলতাফ হোসেন (৪৮), বদিরুর জামান (২৬), এবং মোঃ জাহিদুল ইসলাম হাওলাদার (৪০) গ্রেফতার হয়েছেন। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের দিকনির্দেশনায় এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা:
আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে জেলা পুলিশ তৎপর রয়েছে। জনসাধারণকে অপরাধ দমন কাজে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের নিউজ পোর্টালে।