নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের বিশিষ্ট সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবালকে মুঠোফোনে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এক দুর্বৃত্ত। সোমবার (১৩/১/২৫) বিকাল সাড়ে ৫টার দিকে সৈয়দ এনাম আহমেদ ওরফে মহিদ, যিনি নিজেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন, এই হুমকি প্রদান করেন।
সাংবাদিক খোন্দকার নিয়াজ ইকবাল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা-র জেলা প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাগেরহাট টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক।
জানা গেছে, সৈয়দ এনাম আহমেদ ওরফে মহিদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা যুবলীগের সভাপতির ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিতেন। অভিযোগ রয়েছে, তিনি তার পরিবারের সদস্যদের জায়গাজমি দখল করেছেন এবং বিভিন্ন সাধারণ মানুষকে হুমকি দিয়ে আসছেন।
এ ঘটনায় বাগেরহাট জেলার সাংবাদিক সমাজ দৃষ্টান্তমূলক শাস্তি এবং হুমকিদাতাকে রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। সাংবাদিকদের মতে, এমন ঘটনা পেশাদার সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার ওপর বড় ধরনের হুমকি।