প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১১:৪২ এ.এম
স্থায়ী কমিটির বৈঠক: মাঝামাঝি নির্বাচনের দাবি তুলতে প্রস্তুত বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক: মাঝামাঝি নির্বাচনের দাবি তুলতে প্রস্তুত বিএনপি
অনলাইন ডেস্ক
মাঝামাঝি নির্বাচনের দাবি তুলবে বিএনপি: এ বছরের মধ্যবর্তী সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। তাদের বিশ্বাস, সরকারে ভেতরের কিছু অংশ নির্বাচন বিলম্বিত করার পরিকল্পনা করছে। এজন্য আগে থেকেই মাঠে কর্মসূচি শুরু করার কথা ভাবছেন দলের শীর্ষ নেতারা।
সোমবার সন্ধ্যায় জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠকে বিএনপির নীতিনির্ধারকেরা স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনাকে “দুরভিসন্ধি” হিসেবে দেখছেন। তাদের মতে, এ পরিকল্পনা সংসদ নির্বাচন বিলম্বিত করার কৌশল হতে পারে।
প্রধান আলোচ্য বিষয়সমূহ
- ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি ও গ্যাসের মূল্যবৃদ্ধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর বাড়তি কর আরোপ এবং গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে প্রভাব ফেলবে বলে বৈঠকে উল্লেখ করা হয়েছে। বিএনপি মনে করে, এই সিদ্ধান্ত জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দেবে।
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা: বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। জানানো হয়, তিনি মানসিকভাবে শক্ত আছেন এবং কিছুটা হাঁটার চেষ্টা করেছেন।
স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত নেতারা
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 DALY BANGAVUMI. All rights reserved.