আন্তর্জাতিকচাকুরীসব খবর

ট্রাম্পের শপথের আগেই ভারতীয়দের স্বপ্ন ভাঙছে, চাকরির অফার বাতিল করছে কোম্পানিগুলো

The short URL of the present article is: https://bangavumi.com/n2fs

ট্রাম্পের শপথের আগেই ভারতীয়দের স্বপ্ন ভাঙছে, চাকরির অফার বাতিল করছে কোম্পানিগুলো

নিউজ ডেস্ক

ইউএসএ জব ভিসা: অনিশ্চয়তায় ভারতীয়দের ভবিষ্যৎ
আমেরিকায় কাজ ও পড়াশোনার স্বপ্ন এখন বিপদের মুখে। H-1B ভিসা নীতিতে কঠোর পরিবর্তনের ইঙ্গিত পেয়ে অনেক সংস্থা ভারতীয়দের চাকরির অফার বাতিল করছে।

H-1B ভিসা ও ট্রাম্প প্রশাসনের প্রভাব

ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে থেকেই অভিবাসন নীতিতে কড়াকড়ি শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন আমেরিকান কর্মীদের অগ্রাধিকার দিতে H-1B ভিসা নীতি কঠোর করার পরিকল্পনা করেছে। এর ফলে ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ কমে যেতে পারে।

আমেরিকায় চাকরি ও পড়াশোনা: অনিশ্চয়তা বাড়ছে

ভারতীয়রা আমেরিকায় কাজ করার জন্য H-1B ভিসার উপর নির্ভরশীল। ট্রাম্প প্রশাসনের পরিবর্তনশীল নীতির ফলে এই ভিসায় নিয়োগের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ৭২ শতাংশ H-1B ভিসাধারী ভারতীয়, যাদের বেশিরভাগই আইটি সেক্টরে কাজ করেন।

কোম্পানিগুলোর আচরণ পরিবর্তন

TOI-এর প্রতিবেদন অনুযায়ী, একাধিক সংস্থা কর্মীদের আমেরিকা পাঠানোর প্রস্তাব বাতিল করেছে। সংস্থাগুলোর দাবি, ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতির কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।

শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

ভারতীয় ছাত্রদের মধ্যে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। বর্তমানে ২.৫ লক্ষেরও বেশি ভারতীয় ছাত্র আমেরিকায় পড়াশোনা করছে। H-1B ভিসা কঠোর হলে আমেরিকায় পড়াশোনার পর কাজ পাওয়ার সম্ভাবনা হ্রাস পাবে।

অভিবাসনের বিরোধিতা ও স্থানীয় কর্মীদের অগ্রাধিকার

ট্রাম্প প্রশাসন অভিবাসন কমিয়ে স্থানীয় কর্মীদের বেশি সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে আমেরিকায় কাজের ক্ষেত্রে বিদেশি কর্মীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from DAILY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading