
আলোকিত মুকুল ফাউন্ডেশনের মানবিক সহায়তা পেল হতদরিদ্র পরিবার
অসহায় তাসলিমা বেগমের পরিবারের পাশে দাঁড়ালো আলোকিত মুকুল ফাউন্ডেশন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আলোকিত মুকুল ফাউন্ডেশন আবারও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে। গতকাল ১২ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে, ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল জাহিদ মুকুল অসহায় তাসলিমা বেগমের পরিবারকে ১ বস্তা চাউল প্রদান করেন।
সহায়তা প্রদানকালে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, আব্দুর রহিম, আব্দুল মান্নান, মোঃ সাহা, আমিমূল, খোকন, মানিক মোল্লা এবং আরও অনেকে।
এই প্রসঙ্গে আলোকিত মুকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল জাহিদ মুকুল জানান,
“আমাদের ফাউন্ডেশন শুধুমাত্র দান-সহায়তা নয়, বরং সদস্যদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।”
আলোকিত মুকুল ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। তাদের এ ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংস্থার সদস্যরা।