
এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ৬ জনকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ কমিশনার জুলফিকার আলী
কেএমপি সদর দপ্তরে ছয় এএসআই (সশস্ত্র)-এর পদোন্নতি অনুষ্ঠান সম্পন্ন, পুলিশ কমিশনার নিজে ব্যাজ পরিয়ে দেন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
গত ৯ মার্চ, রবিবার দুপুরে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) সদর দপ্তরে নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ছয় পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন- মোঃ কামরুল হাসান, মোঃ ইয়ারুল ইসলাম, মোঃ এনামুল হক, আরাফাত খাঁন, মাসুম বিল্লাল ও আরিফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ কুতুব উদ্দিন এবং সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।
পুলিশ কমিশনার পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। কেএমপি’র পক্ষ থেকে তাদের সাফল্য কামনা করা হয়।