ষষ্ঠ থেকে ১৬তম গ্রেডে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন করুন নির্ধারিত নিয়মে
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড নিয়োগ, চাকরির বিজ্ঞপ্তি ২০২৫, ক্যাবল শিল্প লিমিটেড আবেদন
ক্যাবল শিল্প লিমিটেডে চাকরি, ষষ্ঠ থেকে ১৬তম গ্রেডে পদ ২৩, আবেদন করুন দ্রুত
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি)-তে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১০টি ক্যাটাগরির অধীনে ২৩টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে নির্ধারিত ফরম পূরণ করে রেজিস্টার্ড ডাকযোগে, জিইপি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
১. ক্রয় কর্মকর্তা (পদসংখ্যা: ১)
২. উপসহকারী প্রকৌশলী (উৎপাদন) (পদসংখ্যা: ১)
৩. উপসহকারী প্রকৌশলী (আইটি) (পদসংখ্যা: ১)
৪. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) (পদসংখ্যা: ১)
৫. ভান্ডার সহকারী (পদসংখ্যা: ২)
৬. প্রকর্মী (ক্যাবল টেস্টিং/ল্যাব) (পদসংখ্যা: ২)
৭. মেশিন অপারেটর (পদসংখ্যা: ৫)
৮. জেনারেটর অপারেটর (পদসংখ্যা: ১)
৯. প্রকর্মী (মোটর গ্যারেজ) (পদসংখ্যা: ১)
১০. সাহায্যকারী (উৎপাদন/রক্ষণাবেক্ষণ) (পদসংখ্যা: ৮)
২০ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
১. নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন।
২. আবেদন ফরম পাওয়া যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।
৩. আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, খুলনা-৯২০৬।
১-৪ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৫-১০ নম্বর পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
২০ জানুয়ারি ২০২৫।
এই সুযোগ মিস করবেন না!