
বীর সন্তানদের জন্ম হয়েছে, কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বীর সন্তানদের আত্মত্যাগে জাতি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এবং দুর্নীতিগ্রস্তরা আর জনগণের সমর্থন পাবে না।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের উদাহরণ তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “এই আন্দোলনে আমাদের সন্তানেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এই জাতির মধ্যে বীর সন্তানদের জন্ম হয়ে গেছে। এখন কাপুরুষ আর চোরের দল সুবিধা করতে পারবে না। বীরেরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আর আমরা সেই স্বাধীনতা রক্ষা করব রক্ত দিয়ে।”
আজ শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শফিকুর রহমান বলেন, “কালো টাকা আর পেশিশক্তি দিয়ে কিছু করার দিন শেষ। জনগণ আর কাউকে এমন সুযোগ দেবে না। রাজনীতিবিদদের উচিত দেশকে ভালোবাসা এবং জনগণের চাহিদা ও আশা-আকাঙ্ক্ষা পূরণের শপথ নেওয়া।”
তিনি আরও বলেন, “আমরা যদি যোগ্য মানুষদের সঠিক স্থানে নিয়োগ করি এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করি, তাহলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। দলীয় বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে বিচার নিশ্চিত করতে হবে। দেশকে গড়ার জন্য নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম প্রধান খন্দকার আলী মোহসিন, এবং বিভিন্ন জেলার জামায়াত নেতৃবৃন্দ।
সকালে মহিলা জামায়াত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিকুর রহমান। তিনি বলেন, “জাতিকে ঐক্যবদ্ধ করতে হলে সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা ছাড়া জনগণের অধিকার সুরক্ষিত করা সম্ভব নয়।”
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দের সম্মানার্থে বিশেষ দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।