
বটিয়াঘাটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
বটিয়াঘাটা (খুলনা):
বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা রানার্স গ্রুপের সভাপতি প্রদীপ কুমার হীরা, সাংবাদিক গাজী তরিকুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার মন্ডল, শিশির সরকার, লতিকা রাণী মন্ডল, স্বস্তি প্রসাদ বিশ্বাস, মোঃ আবুল কালাম আজাদ, ননী গোপাল গোলদার, বিনীতা রায়, অনিমেষ ঢালী, দেব প্রসাদ মন্ডল, কল্যাণ কুমার মন্ডল, মোঃ মাসুম বিল্লাহ, নুরুন্নাহার খুকু, ত্রিবেণী গোলদার, পার্বন রায়, অনুজ বিশ্বাস, ঐশী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিদ্যালয়ের কর্মচারী অজয় বিশ্বাস, সুভাষ চন্দ্র বিশ্বাস, উজ্জ্বল হালদার, মিল্টন মিস্ত্রী ও লিপিকা জোদ্দারসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায় এবং বিদ্যালয়ের মাঠ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।