
বটিয়াঘাটা উপজেলায় কেএমপি হরিণটানা থানায় ফেন্সিডিলসহ মাদককারবারি আটক
খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকমুক্ত অভিযানের আওতায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের হোগলাডাঙ্গা অঞ্চলে গোপন তথ্যভিত্তিক ঝটিকা অভিযান পরিচালিত
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকমুক্ত অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে বটিয়াঘাটা উপজেলার কেএমপি হরিণটানা থানায় গত ১৬ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযানে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের হোগলাডাঙ্গা এলাকায় অবস্থিত ১নং জলমা ইউনিয়নের এলাকায় পুলিশ মোঃ তরিকুল ইসলাম (৩৫) নামক একজন সন্দেহভাজন ব্যক্তিকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। তরিকুল, ধৃত বরিশাল জেলার গৌরনদী থানার দক্ষিণ পালোরদি গ্রামের মৃত এস্কেন্দারের পুত্র হিসেবে পরিচিত।
ইন্দ্রজিৎ টিকাদারের প্রকাশ অনুযায়ী, অভিযানে মাদক উৎস ও বিপণনের সাথে জড়িত অন্যান্য ব্যক্তির সন্ধান চালিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। পুলিশের মতে, এ ধরনের কার্যক্রম মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও সুসংগঠিত অভিযান পরিচালনার প্রত্যাশা জাগ্রত করছে।
এই সফল ঝটিকা অভিযানের ফলাফল হিসেবে, সংশ্লিষ্ট এলাকায় মাদক ব্যবসার সম্ভাব্য উৎস চিহ্নিত করে অপরাধ দমনে পুলিশের প্রচেষ্টা আরও তীব্র হচ্ছে। স্থানীয় জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে, মাদক অপচয়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং সকল জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।