উন্নত কৃষি প্রযুক্তির প্রদর্শনী ও জলবায়ু পরিবর্তনের অভিযোজন নিয়ে বটিয়াঘাটায় কৃষি মেলার আয়োজন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০:৩০ মিনিটে স্থানীয় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি'র সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও সরকারি বটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ব্যবসায়ী চয়ন বিশ্বাস, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার অঞ্জন কুমার বিশ্বাস, সরদার আঃ মান্নান, জীবনানন্দ রায়, কমলেশ বালা, আঃ হাই খান, দীপন হালদার সহ কৃষক-কৃষাণীরা।
মেলায় ডাচ্ বাংলা ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির আধুনিক যন্ত্রপাতি উপস্থাপন করা হয়। মেলা উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।
এই মেলার উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতন করা।
এটি বটিয়াঘাটার কৃষি খাতে আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।