ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
বটিয়াঘাটা, খুলনা
বটিয়াঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থবছরের "ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প" এর আওতায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে। গতকাল (বুধবার) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মাঠে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা ড. ফারহানা তাসলিমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বটিয়াঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান। এসময় ৩২ জন ইলিশ জেলের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে ইলিশ আহরণে নির্ভরশীল জেলেরা বিকল্প আয়ের সুযোগ পাবে এবং মৎস্য সম্পদ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।