বটিয়াঘাটায় ৪৬তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং পিঠা উৎসব অনুষ্ঠিত
গ্রামবাংলার ঐতিহ্য এবং প্রযুক্তি-শিক্ষার সমন্বয়ে বটিয়াঘাটায় আয়োজন সম্পন্ন
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। একই দিন বেলা ১২টায় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হুসাইন শওকত এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী বিজ্ঞান মেলার পাশাপাশি "এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ভূমি সেবা বিষয়ক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সেমিনারে শিক্ষার্থী ও দর্শনার্থীদের মাঝে ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ আলোচনা এবং পুরস্কার বিতরণী করা হয়।
পিঠা উৎসব ২০২৫
বিকেলে "তারুণ্যের উৎসব-২০২৫" উদযাপনের অংশ হিসেবে আয়োজিত হয় পিঠা উৎসব। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার বৈচিত্র্যময় প্রদর্শনী ছিল প্রধান আকর্ষণ। অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন এবং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্য পৌঁছে দেওয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টির একটি সফল উদ্যোগ সম্পন্ন হয়েছে।