২০০১ সালের সিপিবি পল্টন সমাবেশের শহীদদের স্মরণে বটিয়াঘাটায় শ্রদ্ধাঞ্জলী ও গণতন্ত্র অভিযাত্রা
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলার ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়নের বাদামতলা গ্রামে সোমবার বিকাল তিনটায় হিমাংশু মণ্ডলের সমাধিস্থলে ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবি পল্টন সমাবেশে বোমা হামলায় নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার তীব্র নিন্দা জানান। তাঁরা লুটপাট বন্ধসহ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দ্রুত বাস্তবায়নের দাবি করেন।
বক্তারা বলেন, সংস্কারের নামে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সিপিবি নিরলস কাজ করবে।
সভা শেষে একটি পথসভার মাধ্যমে অংশগ্রহণকারীরা বটিয়াঘাটা বাজার অভিমুখে যাত্রা করেন। বটিয়াঘাটা বাজারে সমবেত হয়ে বক্তব্য প্রদান শেষে সভাটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা সিপিবির সভাপতি অশোক সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পুর্ণেন্দু বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাস।
অন্যান্য উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন খুলনা জেলা সিপিবির সাধারণ সম্পাদক এস এম রশীদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা কৃষক কমিটির সভাপতি নিতাই গাইন, সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, অ্যাডভোকেট সন্দীপ রায়, অধ্যাপক তাপস রায় এবং স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দৃঢ়তার সঙ্গে বলেন, সিপিবি গণতন্ত্র, ন্যায়বিচার, এবং মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। শ্রদ্ধাঞ্জলী শেষে তাদের এ পথচলা গন্তব্যে পৌঁছাবে এমন আশা প্রকাশ করেন নেতাকর্মীরা।