
বটিয়াঘাটায় সুন্দরবন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
“বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ” শীর্ষক আলোচনায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
“বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার সকাল ১০টায় বিশ্ব সুন্দরবন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বটিয়াঘাটায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে রূপান্তর ও সুন্দরবন একাডেমি। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, যেমন স্বপ্নচুড়া সংগঠনের রিমি খাতুন, সিবাজী বিশ্বাস, হাবিবা আক্তার লিপি, সৌরভ তরফদার, অনুপ বিশ্বাস, সৌরভ গোলদার, শুভ্রদেব ঢালী, নিপুন বৈরাগী, চম্পা বিশ্বাস, উদয় শংকর রায়, আলী হোসেন, কারিমুল, রহমত রাফি, রূখসানা মল্লিক এবং মেহেদি হাসান।
আলোচনার আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সুন্দরবন রক্ষার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং প্লাস্টিক দূষণের বিরুদ্ধে একত্রিত হওয়া।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে পরিবেশ সুরক্ষার প্রতিজ্ঞা ও সুন্দরবন রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে।