চন্দনাইশে রহমানিয়া শুকুরিয়া শিশুসদন এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
নবগঠিত ও পূর্বেকার কমিটির মত বিনিময় সভার পর ইফতার মাহফিল আয়োজন
হামিদুর রহমান সাকিল, চট্টগ্রাম ব্যুরো:
চন্দনাইশ উপজেলাধীন হাছনদণ্ডী এম রহমান সিনিয়র মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থিত রহমানিয়া শুকুরিয়া শিশুসদনে নবগঠিত কমিটির সাথে পূর্বেকার কমিটির মত বিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ রমজান নাছিম বানু হেফজখানা মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবুল বশর। সহকারী অধ্যাপক মুহাম্মদ আলীর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন হায়দর।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক দোহাজারী শাখার ম্যানেজার জনাব আতিক উল্লাহ ইসলামাবাদী, মাওলানা মোহাম্মদ ইদ্রিস বেলালী, ডা. সিরাজুল ইসলাম, জনাব শ ম দেলোয়ার হোসাইন, জনাব তছলিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এতিম ও দরিদ্র শিশুদের জন্য এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এতিমখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর রমজানে এই ধরনের আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তারা একইভাবে শিশুদের জন্য উন্নত ব্যবস্থাপনার উদ্যোগ নিতে চান।