
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ
পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। বুধবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ব্যবস্থাপনা বিভাগের একজন অভিজ্ঞ শিক্ষক। তিনি পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেলেন।
চলতি বছরের ৩০ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম অবসরোত্তর ছুটিতে যাওয়ার পর পদটি শূন্য হয়। এরপর বোর্ড সচিব অধ্যাপক ড. এ.কে.এম সামছু উদ্দিন আজাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ ১৯৯৩ সালে ১৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন এবং ২০১৮ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২৩ সালে তিনি পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগ দেন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রামের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক জটিলতা দূর করতে এবং শিক্ষার মানোন্নয়নে অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।