
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সাত কলেজের সোমবারের পরীক্ষা স্থগিত
ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সব পরীক্ষা স্থগিত, নতুন তারিখ পরে জানানো হবে।
অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের আজ সোমবারের (২৭ জানুয়ারি) সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত হওয়া দিনের তারিখ পরবর্তীতে জানানো হবে।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে, হামলায় জড়িতদের বিচারের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ শিক্ষার্থীদের প্রতি ধৈর্য ধারণ এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আজ সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। যেসব সমস্যা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে।”