নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিবাদকে সুযোগ দিতে পারে: বিএনপি নেতা এ্যানি
দেশের জন্য নিরপেক্ষ ও যুগোপযোগী নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্য।
লক্ষ্মীপুর:প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন নিয়ে সবাইকে একটি ঐকমত্যে পৌঁছাতে হবে। এটি দীর্ঘদিনের দাবি। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এ ধরনের বিতর্ক পলাতক ফ্যাসিবাদকে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিতে পারে।
আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর শহরের কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে বিতর্ক আর যেন না হয়। একটি যৌক্তিক ও যুগোপযোগী সময়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমাদের একান্ত প্রয়োজন। গত ১৫-১৬ বছর আমরা যেভাবে সংগ্রাম করেছি, তা দেশের স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং তা চালিয়ে যাব। তবে সরকারের কাছে আমাদের অনেক আশা-প্রত্যাশা রয়েছে। সব দাবি পূরণ সম্ভব না হলেও যৌক্তিক দাবিগুলো মানার চেষ্টা করবে বলে আমরা আশা করছি।’
দেশের সাধারণ মানুষ নির্বাচন আদায়ের জন্য লড়াই-সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলেছেন। এটি যৌক্তিক দাবি। জনগণ এর জন্যই লড়াই করেছে। সরকারের উচিত এই কথাগুলো শোনা এবং উপলব্ধি করা। তবে যদি এই দাবি অগ্রাহ্য করা হয়, তা হলে জাতি আরও একবার সংকটে পড়তে পারে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজিয়েট উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন।