পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

The short URL of the present article is: https://bangavumi.com/xztl

পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে সচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিবসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের

চট্টগ্রাম ব্যুরো:

পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আকতার, সাবেক সিনিয়র সিস্টেম এনালিস্ট কিবরিয়া মাসুদ খান এবং নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ।

তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৩৪ ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এর ৫, ৬, ১২ ও ১৩ ধারা অনুযায়ী প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “এইচএসসি পরীক্ষার ফলাফল পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে জালিয়াতি করা হয়েছে। এই মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় তৎকালীন সচিব নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ অংশ নেন। তার জিপিএ-৫ প্রাপ্তির পর বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে ফল জালিয়াতির প্রমাণ মেলে এবং গত বছরের ১৫ সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র নাথকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একইসঙ্গে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়।

তবে মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসা আরও কয়েকজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। তাদের মধ্যে রয়েছেন বোর্ডের দৈনিক শ্রমিক আবদুর রহমান, প্রোগ্রামার আবদুল মালেক, সহকারী প্রোগ্রামার আবুল হাসনাত এবং অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading