ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোরাই তেলের ১৬টি অবৈধ দোকান

The short URL of the present article is: https://bangavumi.com/lvb8

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চোরাই তেলের ১৬টি অবৈধ দোকান

চোরাই তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঝুঁকি, প্রশাসনের নজরদারির অভাব

চট্টগ্রাম প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে চোরাই তেলের ব্যবসা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ফুটপাথে ছোট ছোট ঝুপড়ি দোকানগুলোতে প্রকাশ্যে চোরাই তেলের কেনাবেচা চলছে। দোকানের সামনে টিনের ড্রাম ও প্লাস্টিকের জেরিক্যান দেখে ক্রেতারা সহজেই বুঝে যান যে এটি চোরাই তেলের দোকান।

ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের মাত্র ১২ কিলোমিটারেই রয়েছে এমন ১৬টি অবৈধ দোকান। প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বারবার অভিযোগ পাওয়ার পরও এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

 

অগ্নিকাণ্ডের ঝুঁকি

তেল দাহ্য পদার্থ হওয়ায় যেকোনো সময় এসব দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। সম্প্রতি সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি চোরাই তেলের দোকানে আগুন ধরে যায়, যার ফলে ১০টি দোকান পুড়ে যায়।

 

প্রশাসনের বক্তব্য

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানিয়েছেন, খুব শীঘ্রই অবৈধ তেলের দোকানগুলো উচ্ছেদে অভিযান চালানো হবে।

 

সংশ্লিষ্টদের ভূমিকা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, এসব দোকান সওজের জমিতে গড়ে উঠেছে। এ বিষয়ে সওজের অনুমতি নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।

সওজের উপবিভাগীয় প্রকৌশলী নিজাম উদ্দিন বলেন, অবৈধ দোকানগুলোর তালিকা তৈরি করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

 

বিশেষজ্ঞদের মত

অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি কমাতে দ্রুত প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অবৈধ তেলের দোকানগুলো শুধু আইন ভঙ্গ করছে না, জনজীবনকেও ঝুঁকির মধ্যে ফেলছে।অবৈধ তেল ব্যবসা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading