
আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
একই আইফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর
ডেস্ক রিপোর্টঃ
ব্যক্তিগত কিংবা পেশাগত কারণে অনেক আইফোন ব্যবহারকারী ভিন্ন ভিন্ন ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন। ফলে গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এবার সেই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ একই আইফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ নিয়ে আসছে।
ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, নতুন মাল্টি-অ্যাকাউন্ট ফিচারের মাধ্যমে একই আইফোনে একাধিক ফোন নম্বর যুক্ত করা যাবে। এতোদিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কিছুটা এ সুবিধা পেলেও এবার আইওএস ২৫.২.১০.৭০ বেটা সংস্করণে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
এই ফিচারটির মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন ই–সিম ব্যবহারকারীরা। কারণ পেশাগত ও ব্যক্তিগত নম্বর একই ডিভাইসে চালানো যাবে সহজেই। তবে প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাকাউন্ট ব্যবহারের জন্য অ্যাপটি ম্যানুয়ালি রিস্টার্ট করতে হতে পারে।
বর্তমানে অনেক আইফোন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করে দ্বিতীয় নম্বর চালু রাখেন। কিন্তু নতুন ফিচারটি চালু হলে আলাদা কোনো বিকল্প পদ্ধতির প্রয়োজন পড়বে না। এটি শুধু ব্যবসায়ী নয়, সাধারণ ব্যবহারকারীদের জন্যও বেশ কার্যকর সমাধান হয়ে উঠবে।
হোয়াটসঅ্যাপের এই ফিচার প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।