নগ্ন হয়ে লাল গালিচায় কানইয়ে ও বিয়াঙ্কা, গ্র্যামিতে তুমুল বিতর্ক

The short URL of the present article is: https://bangavumi.com/wglf

নগ্ন হয়ে লাল গালিচায় কানইয়ে ও বিয়াঙ্কা, গ্র্যামিতে তুমুল বিতর্ক

গ্র্যামির লাল গালিচায় নগ্ন হয়ে হাজির কানইয়ে ওয়েস্টের স্ত্রী, মুহূর্তেই ছড়িয়ে পড়ল ছবি, শুরু বিতর্ক

 

🔹 ডেস্ক নিউজ:

মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট যেন সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনো নিজের মন্তব্য, কখনো উদ্ভট কর্মকাণ্ডের কারণে তিনি শিরোনামে আসেন। এবার গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫-এর লাল গালিচায় হাজির হয়ে ফের বিতর্ক সৃষ্টি করলেন তিনি ও তাঁর স্ত্রী বিয়াঙ্কা সেনসরি

আজ সোমবার (বাংলাদেশ সময়) সকালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। অন্যান্য তারকাদের মতো কানইয়ে ওয়েস্টও হাজির হন লাল গালিচায়। তবে যা ঘটল, তা মুহূর্তেই ভাইরাল হয়ে গেল!

🔺 স্ত্রীর নগ্ন উপস্থিতি ঘিরে চাঞ্চল্য

কানইয়ে ওয়েস্টকে দেখা গেছে কালো প্যান্ট, কালো টি-শার্ট ও কালো জুতায় সম্পূর্ণ কালো পোশাকে। তাঁর পাশে থাকা স্ত্রী বিয়াঙ্কা সেনসরি প্রথমে একটি কোট পরে ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি কোট খুলে ফেলেন, আর সেখানেই ঘটল চমক!

কোটের নিচে তিনি পরেছিলেন অত্যন্ত স্বচ্ছ পোশাক, যা প্রায় পুরোপুরি নগ্নতার সমান। এরপর তিনি ক্যামেরার সামনে পোজ দেন, আর সেই মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে অনলাইনে। পাশে দাঁড়িয়ে থাকা কানইয়ে ওয়েস্ট ছিলেন কালো সানগ্লাস পরে।

🔺 লাল গালিচার পর অনুষ্ঠান থেকে গায়েব দম্পতি

নগ্ন হয়ে পোজ দেওয়ার পর মূল অনুষ্ঠানে আর দেখা যায়নি এই তারকা দম্পতিকে। গ্র্যামির একটি সূত্র জানায়, লাল গালিচায় ছবি তোলার পরই তাঁরা বাইরে পার্ক করা গাড়িতে উঠে চলে যান। তবে এরই মধ্যে যা হওয়ার হয়ে গেছে—ছবিগুলো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, শুরু হয়েছে বিতর্ক।

🔺 প্রবল সমালোচনা, কিন্তু নীরব কানইয়ে-বিয়াঙ্কা

এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই তারকা দম্পতির বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনেছেন। কেউ কেউ বলছেন, এটি নিছক প্রচারের কৌশল। তবে এখনো এ নিয়ে কোনো বক্তব্য দেননি কানইয়ে ও বিয়াঙ্কা।

🔺 বিতর্কে কানইয়ে, নতুন কিছু নয়!

২৪টি গ্র্যামিজয়ী র‍্যাপার কানইয়ে ওয়েস্ট বরাবরই আলোচনায় থাকেন। কিছুদিন আগেই স্ত্রীর ব্যক্তিগত নগ্ন ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার গ্র্যামির লাল গালিচায় নগ্ন উপস্থিতির ঘটনায় ফের বিতর্কের কেন্দ্রে এই তারকা দম্পতি।

👉 আপনার মতামত কী? এই ঘটনার মাধ্যমে কানইয়ে-বিয়াঙ্কা আলোচনায় থাকতে চেয়েছেন, নাকি এটি নিছক ফ্যাশন স্টেটমেন্ট? কমেন্টে জানান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading