
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ গুরুতর আহত
ফুলতলার জমিরা বাজার এলাকায় সন্ত্রাসী হামলা, খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আহত যুবক
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার ফুলতলা উপজেলার জমিরা বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জুয়েল মোল্লা (২৫) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (গতকাল) রাত সাড়ে ৮টার দিকে মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুয়েল মোল্লা বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ফুলতলার জামিরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে জুয়েল জামিরা বাজারে যান। কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জামিরা কলেজসংলগ্ন মধ্যপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার কোমরে লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তিনি আরও জানান, আহত জুয়েল মোল্লার বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।