
খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুর্যোগের পূর্ব প্রস্তুতি গ্রহণের গুরুত্ব নিয়ে খুলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষজ্ঞদের মতবিনিময়
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ মার্চ সোমবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম তার বক্তৃতায় বলেন, “বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ কখনও আগাম জানিয়ে আসে না। তবে দুর্যোগের আগে যথাযথ প্রস্তুতি থাকলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।” তিনি আরও বলেন, “কিছু দুর্যোগ প্রাকৃতিক, আবার কিছু মানবসৃষ্ট। যেমন, সড়ক দুর্ঘটনা এক ধরনের মানবসৃষ্ট দুর্যোগ, যা প্রতিনিয়ত ঘটছে এবং একটি দুর্ঘটনা পুরো একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে। দুর্যোগকালীন প্রস্তুতির মাধ্যমে এসব ঝুঁকি কমানো সম্ভব।”
তিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি উল্লেখ করে বলেন, “বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার মতো ঘটনাগুলো প্রথম পর্যায়ে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ, তবে আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি। দুর্যোগকালে ক্ষয়ক্ষতি কমাতে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ আবু বকর জামান, সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এবং সহকারী আবহাওয়াবিদ মোঃ মিজানুর রহমান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভার পূর্বে খুলনা কালেক্টরেট চত্বরে দুর্যোগকালীন সময়ে করণীয় সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়, যেখানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার উপায় নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।