

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা মহানগরীর মাদক নির্মূল অভিযানে বড়সড় সাফল্য পেলো সদর থানা পুলিশ। ৩ মে (শনিবার) সকাল বেলায় শহরের কালীবাড়ী মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ এক অভিজ্ঞ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম শিবু পদ দে (৬০)। তিনি দৌলতপুর থানার মহসিন মোড় এলাকার মৃত রশিক লালের পুত্র। তার দীর্ঘদিন ধরে মদের কারবারের সাথে জড়িত থাকার তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজকের অভিযানে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শিবু পদ দে চোলাই মদ বাজারজাত করতেন এবং তার পিছনে আরও একটি সক্রিয় চক্র রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদক সরবরাহ চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদকের উৎস নির্মূল করতে আমাদের নিয়মিত অভিযান চলবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।”