খুলনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন সভার দৃশ্য
The short URL of the present article is: https://bangavumi.com/k1hc

খুলনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে খুলনায় গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় গণমাধ্যমকর্মীদের জন্য ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) স্বাস্থ্য বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর হার প্রায় ২৪% হ্রাস করে। এ বছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫% বেশি ক্যাপসুল সরবরাহ করা হয়েছে। ক্যাপসুল খাওয়ানোর সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যে শিশুরা সম্পূর্ণ তরল গ্রহণ করেছে এবং তাদের মুখে হাতের স্পর্শ না পড়ে।”

সভায় আরও বক্তব্য রাখেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ অন্যান্য অতিথিরা। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপাসিটি এবিলিটি’র প্রতিনিধি মো. এনামুল হক।

কেসিসির তথ্য অনুযায়ী, খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে মোট ১,২২,৪২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৪,৬০০ জন শিশু নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১,০৭,৮২০ জন শিশু লাল রঙের ক্যাপসুল গ্রহণ করবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে ১৫ মার্চ (শনিবার) সারাদেশে এই কার্যক্রম পরিচালিত হবে। সরকারি কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন।

এছাড়াও, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading