
১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
দীর্ঘ কারাবাসের অবসান, সমর্থকদের উচ্ছ্বাসে বরণ সাবেক প্রতিমন্ত্রী
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছর পর কারামুক্ত
কেরানীগঞ্জ, ঢাকা:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারাবাস শেষে বৃহস্পতিবার কারামুক্ত হন। বেলা দুইটার দিকে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন। এ সময় তাঁর সমর্থক ও নেত্রকোনার বিএনপি নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে বরণ করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার নিশ্চিত করেছেন যে, আজ সকালে লুৎফুজ্জামান বাবরের জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়।
বিচারিক প্রক্রিয়া ও মুক্তি পাওয়ার পথ
চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় উচ্চ আদালতে খালাস পাওয়ার পর বাবরের মুক্তির পথ সুগম হয়। এর আগে ২০২৩ সালের ডিসেম্বর মাসে বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ড থেকে খালাস পান। অন্যান্য মামলায় জামিনের ফলে আজ তিনি কারাগার থেকে বের হতে সক্ষম হন।
২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান জব্দের ঘটনায় করা মামলায় বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
নেত্রকোনার সমর্থকদের উচ্ছ্বাস
বাবরের মুক্তির খবরে নেত্রকোনার খালিয়াজুরি থেকে তাঁর সমর্থকেরা ভোরে ঢাকায় আসেন। খালিয়াজুরি বিএনপির যুগ্ম আহ্বায়ক ফুল মিয়া বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর আজ আমাদের নেতা বাবর মুক্তি পেলেন। আমরা তাঁকে ফুল দিয়ে বরণ করেছি।’
মহিলা দলের নেত্রী কল্পনা বেগম বলেন, ‘বাবর সাহেবের মুক্তি আমাদের জন্য আনন্দের। আমরা দীর্ঘদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম।’
বাবরের রাজনৈতিক জীবন
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
শেষ কথা:
লুৎফুজ্জামান বাবরের মুক্তি তাঁর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকার পর তিনি এখন পরিবারের সাথে সময় কাটাবেন বলে আশা করা হচ্ছে।