মাগুরা প্রতিনিধি:
মাগুরা শহরে সাবেক ছাত্রদল নেতা এম এম আবু তাহের ওরফে সবুজের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানের আগে সেনাবাহিনী তাকে আটক করে এবং মঙ্গলবার বিকেলে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সেনা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর তিনটার দিকে পৌরসভার ভিটাসাইর এলাকায় তাহেরের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে বাড়ির শৌচাগারের ছাদে লুকানো একটি ব্যাগ থেকে একটি ওয়ান শুটার গান, একটি গুলি এবং ১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় একটি ধারালো রামদা।
এর আগে দুপুর সাড়ে ১১টার দিকে শহরের ভায়না এলাকায় একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় আবু তাহেরকে আটক করে সেনাবাহিনী। মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর শাফিন বলেন, “তাহেরের বিরুদ্ধে জমি দখল, সহিংস কর্মকাণ্ডসহ প্রায় ১৩-১৪টি লিখিত অভিযোগ রয়েছে। আগেও তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল, কিন্তু সেসময় তেমন কিছু পাওয়া যায়নি। তখন তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।”
তিনি আরও জানান, ১৫ জুন রাতে যৌথ বাহিনীর অভিযানের বিরুদ্ধে একদল লোক মিছিলের প্রস্তুতি নিচ্ছিল এবং সেখান থেকে ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিল। তাহের এই মিছিল আয়োজন করেছিলেন বিএনপির ব্যানারের আড়ালে। অথচ, সেখানকার কেউই প্রকৃত বিএনপি কর্মী ছিলেন না। অনেককে টাকা ও অন্যান্য লোভ দেখিয়ে মিছিলে আনা হয়েছিল।
এদিকে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, “সবুজ আমাদের দলের একজন পরীক্ষিত নেতা। আগের অভিযানেও কিছু মেলেনি। এবার টয়লেটের ছাদ থেকে পাওয়া অস্ত্রকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাখা হতে পারে। বিষয়টি সন্দেহজনক, সঠিক তদন্ত দরকার।”
মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানিয়েছেন, আবু তাহেরকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।