ময়মনসিংহে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণে গতি আনতে সচিবের পরিদর্শন, বেতারে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা
ময়মনসিংহ সংবাদদাতা:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা রবিবার (২৫ মে ২০২৫) ময়মনসিংহ সফরকালে জেলা পর্যায়ে নির্মিতব্য আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। সফরের শুরুতে তিনি বাংলাদেশ বেতার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেন।
বেতার কার্যালয় পরিদর্শনের সময় সচিব বার্তা, প্রকৌশল এবং অনুষ্ঠান বিভাগসহ সংশ্লিষ্ট শাখাসমূহের কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি বেতারে সরাসরি সম্প্রচারিত ‘শ্রোতা আনন্দমেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে সচিব বলেন, "দেশ গঠনে গণমাধ্যম বিশেষ করে রেডিওর ভূমিকাকে আরও কার্যকর করতে হবে। বেতার যেন আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
পরিদর্শনকালে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহম্মদ এবং বাংলাদেশ বেতার ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক মো. আল আমিন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরের দ্বিতীয় অংশে সচিব আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন। কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়ে তিনি দায়িত্বপ্রাপ্তদের দ্রুততম সময়ে প্রকল্পের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করার নির্দেশ দেন। একইসাথে, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে সময়মতো প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন তিনি।