নাটোরে তথ্য চাওয়ায় সাংবাদিককে গ্রেপ্তারের অভিযোগ
তথ্য অধিকার আইনে তথ্য চাওয়ার জেরে পুলিশের হাতে গ্রেপ্তার সাংবাদিক আবদুর রশিদ
প্রতিনিধি, নাটোর
তথ্য অধিকার আইনে তথ্য চাওয়াকে কেন্দ্র করে নাটোরের সিংড়া উপজেলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় সিংড়া উপজেলা পরিষদ চত্বর থেকে আবদুর রশিদ নামের ওই সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, খাসপুকুর সংক্রান্ত তথ্য চাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার জেরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলার সাংবাদিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ‘সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অতীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন এবং চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তবে, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আবদুর রশিদ সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে খাস জলমহাল ইজারাসংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করেছিলেন। তথ্য দিতে বিলম্ব হওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করলে তাঁকে অশ্লীল ভাষায় গালাগালি করা হয়। এই কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।’
নাটোর ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, ‘আবদুর রশিদ একজন মূল ধারার সাংবাদিক। তাঁকে অযৌক্তিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।’
অন্যদিকে, ইউএনও মাজহারুল ইসলাম দাবি করেছেন যে গ্রেপ্তারের বিষয়টি তথ্য চাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। তিনি বলেন, ‘সাংবাদিক আবদুর রশিদ তথ্য চেয়ে আবেদন করেছিলেন, যা সত্য। কিছুটা দেরি হলেও আমরা তথ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলাম। তবে তাঁর গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমাদের অজানা।’
এই ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং দ্রুত আবদুর রশিদের মুক্তির দাবি জানিয়েছে।