স্কুলে স্কুলে পৌঁছাচ্ছে নতুন বই ,চট্টগ্রাম নগরে অষ্টম ও নবম শ্রেণির নতুন বই স্কুলে পৌঁছে দিতে ব্যস্ত শিক্ষক ও কর্মচারীরা।
স্কুলে স্কুলে পৌঁছাচ্ছে নতুন বই
চট্টগ্রাম নগরে অষ্টম ও নবম শ্রেণির আরও কিছু নতুন বই এসে পৌঁছেছে। এই বইগুলো দ্রুত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য শিক্ষক ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করছেন। নগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসব বই বিভিন্ন স্কুলে পাঠানোর কাজ চলছে পুরোদমে।
[caption id="attachment_3486" align="alignnone" width="549"] অষ্টম ও নবম শ্রেণির আরও কিছু বই এসে পৌঁছেছে চট্টগ্রামে[/caption]
নতুন বই পাওয়ার খুশিতে শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিক্ষকরা মনে করছেন, নতুন বই হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
[caption id="attachment_3487" align="aligncenter" width="558"] বিভিন্ন স্কুলে পাঠানোর জন্য আলাদা করা হচ্ছে বই[/caption]
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক বলেন, "প্রতিবার নতুন বই পৌঁছানোর মুহূর্তটি আনন্দের। আমরা নিশ্চিত করছি, কোনো শিক্ষার্থী যেন বই পেতে বঞ্চিত না হয়।"
চট্টগ্রামের স্কুলগুলোতে নতুন বই পৌঁছে দেওয়ার কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের নতুন বছরের নতুন বই নিয়ে স্কুলে ফেরার উচ্ছ্বাস শহরজুড়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি করেছে।