

বাংলাদেশের বাজারে প্রযুক্তি প্রেমীদের জন্য এসেছে সুসংবাদ। আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড ফিলিপস আনলো তাদের নতুন ছয়টি উন্নতমানের মনিটর, যা প্রতিটি মডেলেই রয়েছে আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণীয় ফিচার।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নতুন যে ছয়টি মডেল বাজারে এসেছে সেগুলো হলো— ২৪ই২এন১১০০, ২৫এম২এন৩২০০, ২৭ই২এন১৫০০, ২২২বি৯টিএ, ৩৪বি২ইউ৬৬০৩সিএইচ এবং ২৭এম২এন৮৫০০। প্রতিটি মনিটরে রয়েছে উন্নত রেজল্যুশনের ডিসপ্লে, যার মধ্যে রয়েছে ২কে কিউএইচডি ও ৪কে আলট্রা এইচডি সমর্থন। প্যানেল হিসেবে ব্যবহার করা হয়েছে কিউডিওএলইডি, আইপিএস এবং ভিএ প্রযুক্তি, যা ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত।
এই মনিটরগুলোতে রয়েছে ইউএসবি-সি পোর্ট, আরজে৪৫ ল্যান কানেকশন, স্মার্ট কেভিএম সুইচ, বিল্ট-ইন ৫ মেগাপিক্সেল ওয়েবক্যাম এবং স্পিকার। এর ফলে পেশাদার কাজ থেকে শুরু করে গেমিং—সব ক্ষেত্রেই পারফরম্যান্সে মিলবে সর্বোচ্চ সুবিধা।
মডেল অনুসারে মনিটরগুলোর মূল্য শুরু হয়েছে ১৭,৫০০ টাকা থেকে, যা সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত। ভিন্ন দামে পাওয়া এই মনিটরগুলোতে তিন বছরের বিক্রয়োত্তর সেবাও দিচ্ছে কোম্পানিটি।
এই নতুন সংযোজন প্রযুক্তিপ্রেমীদের পাশাপাশি পেশাদার ব্যবহারকারীদের জন্যও হতে পারে দারুণ এক আপগ্রেড।