মুভি/বিনোদনসব খবর

তৃতীয় সন্তানের খবরে মেট গালায় চমকে দিলেন রিয়ানা!

রেড কার্পেটে হাজির হয়ে অন্তঃসত্ত্বা রিয়ানা জানিয়ে দিলেন, আসছে তাঁদের আরও একটি নতুন অতিথি।

The short URL of the present article is: https://bangavumi.com/ayu3

মেট গালায় আলোর ঝলকে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন ক্যারিবিয়ান তারকা রিয়ানা।
আন্তর্জাতিক ফ্যাশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর মেট গালায় এ বছর উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন বিশ্বখ্যাত গায়িকা রিয়ানা। লালগালিচায় ক্যামেরার ফ্ল্যাশ তখনও থামেনি, এরই মাঝে ফটোগ্রাফারদের লেন্সে ধরা পড়ল রিয়ানার গর্ভবতী হওয়ার স্পষ্ট ইঙ্গিত। খবর মিলেছে, তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।

সংগীত দুনিয়ার জনপ্রিয় তারকা এসাপ রকির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন রিয়ানা। ২০২০ সালে শুরু হওয়া এই সম্পর্ক ২০২১ সালে আনুষ্ঠানিক রূপ পায়। রিয়ানা নিজেই সে সময় বলেছিলেন, তিনি সন্তান নিতে চান।

২০২২ সালে জন্ম দেন তাঁদের প্রথম সন্তানের। ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান। দ্বিতীয়বার মা হওয়ার আগে, সুপার বৌলের পারফর্ম্যান্সে মাতিয়ে দিয়েছিলেন সবাইকে, যেখানে তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়েও হয়েছিল অনেক চর্চা। এবার তৃতীয় সন্তানের সংবাদ নিয়েই হাজির হয়েছেন রেড কার্পেটে।

মেট গালার এবারের আসরে রিয়ানা বেছে নিয়েছিলেন সম্পূর্ণ কালো এবং গ্ল্যামারাস পোশাক। পাশে ছিলেন জীবনসঙ্গী এসাপ রকি, তিনিও ছিলেন কালো আউটফিটে। সংবাদমাধ্যমের কাছে রকি জানান, “আমরা প্রস্তুত হচ্ছি আমাদের তৃতীয় সন্তানের জন্য। এটা সবার সঙ্গে ভাগ করে নেওয়াটা দরকার মনে করলাম।”

রিয়ানা ও রকির এই ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অভিনন্দনের ঢেউ এসে পড়ে তাঁদের দিকে। রিয়ানাকে বারবার ধন্যবাদ জানাতে দেখা যায় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে। তিনি বলেন, “এত মানুষ আমাদের জন্য শুভকামনা জানাচ্ছেন— এটা সত্যিই হৃদয় ছুঁয়ে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from DAILY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading