
হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল গ্রেপ্তার
ঢাকায় গ্রেপ্তার, চট্টগ্রামে নেওয়া হচ্ছে সাবেক কমিশনারকে
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হন এবং শতাধিক আহত হন। বিক্ষোভের সময় এক ছাত্রের মৃত্যু হলে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
কমিশনার হিসেবে সাইফুলের নিয়োগ ও বিতর্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৩ জুন সাইফুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৪ জুলাই তিনি সিএমপিতে যোগদান করেন।
পুলিশের বক্তব্য
সিএমপির উপ-কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রইছ উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।