মো. উল্লাহ ভূঁইয়া, সোনাইমুড়ী (নোয়াখালী) থেকে:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক নবম শ্রেণির স্কুলছাত্রকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
শনিবার বিকেলে আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের বাসিন্দা ও আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের ছাত্র আসিফ আকরাম (১৬) খেলার উদ্দেশ্যে নদনা যাওয়ার পথে অপহরণের শিকার হয়। এর কিছুক্ষণ আগেই মাঠে খেলা নিয়ে স্থানীয় এক শিক্ষার্থীর সঙ্গে তার কথাকাটাকাটি হয়, যা বিদ্যালয়ের শিক্ষক নূর নবী মীমাংসা করে দিয়েছিলেন।
পরবর্তীতে খেলতে যাওয়ার সময় আসিফ ও তার দুই বন্ধু একটি সিএনজিতে করে রওনা দিলে সোনাপুর বাজারের কাছাকাছি দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। তারা জোরপূর্বক আসিফকে সিএনজি থেকে নামিয়ে মারধর করে একটি মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর কালিকাপুর বাজারসংলগ্ন এক বাড়িতে আটক রেখে তার দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তার মায়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এসআই খোরশেদ আলম ও এএসআই জাহাঙ্গীর আলম দ্রুত অভিযান চালিয়ে আসিফকে উদ্ধার করেন। অভিযানে মো. আল মামুন (২০) ও মো. মুরাদ (১৯) নামে দুই অপহরণকারীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসিফের মা শিরিন আক্তার থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা করেছেন (মামলা নং: ০১, তারিখ: ০৩-০৮-২০২৫)।
নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, “ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।”