শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান পাপুল।
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়া সহজ হয়। তাই প্রতিটি শিক্ষার্থীর উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করা।
তিনি আরও বলেন, বিএনপি একটি ক্রীড়ামোদি দল এবং খেলাধুলাকে সর্বদা উৎসাহিত করে। কারণ খেলাধুলার মাধ্যমে একটি জাতির পরিচিতি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিরাট স্কুল মাঠে শহীদ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে, যা তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।
শনিবার (গতকাল) বিকেল ৩টায় বটিয়াঘাটার বিরাট মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি.এম. পাপুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল শেখ। প্রধান শিক্ষক শেখ মো. সাহেব আলী-এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী মৃধা খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম রেজা হাওলাদার।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাশপুর হাসান ফ্রান্স, আরিফুজ্জামান দুলু, বিএনপি নেতা জসিম শেখ, প্রভাষক জাহিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমী এলাকাবাসী।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার টিভি ও বেতারের শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।