
ভোলার বোরহানউদ্দিনে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার, আতঙ্কে পরিবার ও এলাকা
বোরহানউদ্দিনে রাতের অন্ধকারে মুখ চেপে ধরে শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় এক ব্যক্তি, চলছে তদন্ত ও মামলার প্রস্তুতি
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে, আনুমানিক ১১টার পর।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সে রাতে পড়ালেখার ফাঁকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে যায়। তখন হঠাৎই এলাকার এক ব্যক্তি তার মুখ গামছা দিয়ে চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে।
পরিবারের সদস্যরা ছাত্রীকে ঘরে না পেয়ে খোঁজ শুরু করেন। কিছু সময় পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. তায়েবর রহমান জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
ভুক্তভোগী ছাত্রীর মা ও ভাই জানান, তাঁরা ইতিমধ্যে পুলিশকে বিষয়টি জানিয়েছেন। পুলিশের পরামর্শে ডাক্তারি পরীক্ষা শেষে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।
বোরহানউদ্দিন থানার ওসি মো. আহসান কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি এবং অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
এই ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।