

ভুল ট্রেনে উঠে বিভীষিকাময় রাত: টাঙ্গাইলে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩ বখাটে
টাঙ্গাইল সংবাদদাতা:
চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে রাত ১০টার দিকে ট্রেনে উঠেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এক তরুণী (২৩)। তিনি চট্টগ্রামে গৃহকর্মীর কাজ করেন। কিন্তু অজান্তেই তিনি দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসে উঠে পড়েন।
ট্রেনে ঘুমিয়ে পড়ার পর প্রায় দেড় ঘণ্টা পর জেগে ওঠেন এবং এক সহযাত্রীর কাছ থেকে জানতে পারেন যে ট্রেনটি টাঙ্গাইলের কাছাকাছি রয়েছে। ভুল বুঝতে পেরে গভীর রাতে তিনি টাঙ্গাইল স্টেশনে নেমে পড়েন।
স্টেশনে নেমে কিছু সময় অপেক্ষা করার পর তিনজন অচেনা যুবক তাঁর সঙ্গে কথা বলেন। তাঁরা তরুণীকে ঢাকাগামী বাসে উঠিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানেই দলবদ্ধভাবে তাঁকে ধর্ষণ করে।
পরে মেয়েটি তাদের কাছ থেকে ছাড়া পেয়ে স্টেশনে ফিরে আসেন এবং সকালে রেলওয়ে পুলিশের ফাঁড়িতে গিয়ে পুরো ঘটনার বিবরণ দেন।
পুলিশের তৎপরতা ও গ্রেপ্তার:
টাঙ্গাইল সদর থানা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে সকালেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
-
দুলাল চন্দ্র দাস (২৮),
-
সজীব খান (১৯),
-
রুপু মিয়া (২৭)।
তিনজনই টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া গ্রামের বাসিন্দা। তরুণী নিজেই গ্রেপ্তারদের শনাক্ত করেন।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মদ জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করবেন। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন বলেও জানান তিনি।
এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো, গণপরিবহন ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি এবং রাতে একা ভ্রমণরত নারীদের নিরাপত্তা কতটা ঝুঁকিপূর্ণ।