
তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ ফেব্রুয়ারি
তাপসী তাবাসসুমের মানহানির মামলায় অভিযোগ গঠনের শুনানি স্থগিত, পরবর্তী দিন ধার্য ৪ ফেব্রুয়ারি
ঢাকা প্রতিনিধি:
সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় আগামী ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া এই মামলার শুনানি আজ হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন দিন হিসেবে ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।
সম্প্রতি মামলাটি সিএমএম আদালতে স্থানান্তর হওয়ার পর নিয়ম অনুযায়ী তাপসী তাবাসসুম আজ পুনরায় জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ৮ অক্টোবর গণ অধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার সিএমএম আদালতে তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত আসামিকে ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
উল্লেখ্য, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনার জেরে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।