নিজস্ব প্রতিবেদক, রংপুর:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামীকাল রোববার রংপুরে বিশাল গণপদযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর শহরের শাপলা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে জিলা স্কুল চত্বরে গিয়ে শেষ হবে।
আজ শনিবার সকালে রংপুরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, বিকাল ৩টা থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দুলু অভিযোগ করেন, সরকারের নীরব ভূমিকা ও অস্বচ্ছ কূটনৈতিক যোগাযোগে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। “চীন সফর ও বৈঠকের পর আমরা আশা করেছিলাম সরকার কোনো দিকনির্দেশনা দেবে, কিন্তু কিছুই জানানো হয়নি। এর ফলে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, কিছু আন্তর্জাতিক ও দেশীয় এনজিও তিস্তা প্রকল্পের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে কথা বলছে, যা তিনি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। “তিস্তা এখন মরুভূমির রূপ নিচ্ছে, অথচ কোনো টেকসই উদ্যোগ দেখা যাচ্ছে না,” মন্তব্য করেন দুলু।
তিনি বলেন, সরকার বারবার দাবি জানানো সত্ত্বেও তিস্তা ইস্যুতে গুরুত্ব দিচ্ছে না। "নদীভাঙনে নিঃস্ব মানুষ কোথায় গেছে তা কেউ জানে না। রংপুরের মানুষ ভূমিহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে," বলেন তিনি।
এছাড়াও রংপুর অঞ্চলের উন্নয়নেও ব্যাপক বৈষম্য রয়েছে বলে অভিযোগ করেন দুলু। “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ মাত্র এক লাখ টাকা, আর সিটি করপোরেশনে বরাদ্দ নেই। এটি প্রমাণ করে, সরকারের নজরে রংপুর নেই,” তিনি বলেন।
তিনি জানান, আগামীতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অনীহার বিরুদ্ধে লাগাতার কর্মসূচির হুমকিও রয়েছে। “ফেব্রুয়ারিতে ৫ জেলায় ৪৮ ঘণ্টার আন্দোলন হয়েছে, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে,” জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা।