
যুক্তরাষ্ট্রে পেনি মুদ্রা উৎপাদন বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প
সরকারি ব্যয় কমাতে পেনি উৎপাদন বন্ধের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। সরকারি ব্যয় হ্রাস করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন,
“দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পেনি তৈরি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, প্রতিটি পেনি উৎপাদনে আমাদের ২ সেন্টের বেশি খরচ হচ্ছে, যা একটি বড় অপচয়! আমি অর্থমন্ত্রীকে নতুন পেনি উৎপাদন বন্ধ করতে বলেছি। আসুন, আমাদের মহান দেশের বাজেটের অপচয় বন্ধ করি।”
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সরকারের দক্ষতা বিভাগ (ডিওজিই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (প্রাক্তন টুইটার) পেনি উৎপাদনের খরচ নিয়ে একটি পোস্ট করেছিল। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে নির্বাহী আদেশের মাধ্যমে এ বিভাগ প্রতিষ্ঠা করেন। ট্রাম্পের ঘনিষ্ঠ ও ধনকুবের ইলন মাস্ক বর্তমানে এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেনি উৎপাদন নিয়ে বিতর্ক
যুক্তরাষ্ট্রে ১ ডলারের ১০০ ভাগের এক ভাগ হলো পেনি, যা এক সেন্ট নামেও পরিচিত। পেনি উৎপাদনের খরচ নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এর আগে কংগ্রেসে একাধিকবার পেনি উৎপাদন বন্ধের প্রস্তাব উত্থাপন করা হলেও তা পাস হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডা ২০১২ সালে পেনি উৎপাদন বন্ধ করে। কানাডা সরকার তখন জানিয়েছিল, একটি পেনি তৈরিতে ১.৬ সেন্ট খরচ হচ্ছিল। সেই সঙ্গে মূল্যস্ফীতির কারণে পেনির ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ায় মুদ্রাটি অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল।
ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, যুক্তরাষ্ট্রও কানাডার পথ অনুসরণ করে পেনি মুদ্রা বাতিলের দিকেই এগোচ্ছে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা।