রাজস্ব ঘাটতি মেটাতে বিকল্প উপায়ের কথা বললেন মির্জা ফখরুল
ডেস্ক নিউজঃ
ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নয়, বরং খরচ কমিয়ে এবং বিকল্প উপায়ে রাজস্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কর বাড়ানো দেশের দরিদ্র জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, “সরকারের বাজেট ঘাটতি মেটাতে বিকল্প উপায় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে কর ফাঁকি রোধ, বাজেট পুনর্বিন্যাস, এবং নতুন রাজস্ব উৎস বের করার পরামর্শ দিচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট আরোপ করে সরকার দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর অমানবিক চাপ সৃষ্টি করেছে।
মির্জা ফখরুল বলেন, "সরকার যদি অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাদ দেয়, তাহলে অন্তত ৬০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। স্থানীয় সরকারের বাজেট ও পরিচালন ব্যয়ে ১০ শতাংশ কমানো হলে আরও ৫০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব।"
তিনি দুর্নীতিবাজদের লুটপাট করা অর্থ ফিরিয়ে এনে বাজেট ঘাটতি পূরণের কথা বলেন।
বিএনপি নেতা প্রত্যক্ষ কর বৃদ্ধি এবং ভ্যাটের আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব বৃদ্ধির প্রস্তাব দেন। পাশাপাশি কালো টাকা উদ্ধারে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, “সরকারের উচিত ভ্যাট ও শুল্ক বাড়িয়ে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে কর ফাঁকি রোধ ও বাজেট পুনর্বিন্যাসের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।”
বিএনপির মহাসচিব বলেন, "সরকারের লুণ্ঠনমূলক বাজেট পরিবর্তন করে অন্তর্বর্তী বাজেট প্রণয়ন করা উচিত ছিল। তবে বর্তমান সরকার তা না করে জনগণের ওপর চাপ সৃষ্টি করেছে।"
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
আপডেট থাকুন, আমাদের সাথেই থাকুন।