
অ্যাম্বুলেন্সে ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, দুই বাসের সংঘর্ষে অগ্নিকাণ্ডে পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু।
টাঙ্গাইল থেকে চিকিৎসার জন্য অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানীর হাসপাতালে যাচ্ছিলেন ফারুক হোসেন ও তাঁর স্ত্রী মহসিনা সিদ্দিকী। তাঁদের সঙ্গে ছিলেন মহসিনার বড় বোন মাহফুজা বেগম। সাভারে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চার সদস্যই প্রাণ হারান।
ঘটনার বিবরণ:
বুধবার রাত ২টার দিকে সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেলে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস ও পাশের একটি খড় বোঝাই ট্রাকে।
নিহত ব্যক্তিরা হলেন ফারুক হোসেন সিদ্দিকী (৫০), তাঁর স্ত্রী মহসিনা সিদ্দিকী (৩৮), ছেলে ফুয়াদ সিদ্দিকী (১৪), এবং মহসিনার বড় বোন সীমা আক্তার (৪০)। ফারুক স্থানীয় ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ফায়ার সার্ভিসের বিবৃতি:
ঢাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, খবর পেয়ে তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ:
হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আকতারুজ্জামান বসুনিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খাওয়ার পর পেছন থেকে বাস দুটি সজোরে ধাক্কা দেয়। এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। চালকের খোঁজ মেলেনি।
গ্রামের শোক:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে। নিহত ফারুকের ছোট ছেলে ফাহিম এখনো জীবিত, তবে পরিবারের এমন করুণ পরিণতিতে সে বাকরুদ্ধ।
এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।