ময়মনসিংহে ছাত্রদল নেতাকে গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআই আহত

The short URL of the present article is: https://bangavumi.com/y743

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআই আহত

 

ছাত্রদল নেতার কাছে অস্ত্র উদ্ধার, পুলিশের ওপর আক্রমণ চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা

 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহ নগরীতে ছাত্রদলের এক নেতা বিদেশি পিস্তল সংরক্ষণ করছেন, এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তারের সময় ২০০-২৫০ জন সমর্থক পুলিশের ওপর আক্রমণ চালায়। এ ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর হয় এবং এক উপপরিদর্শক (এসআই) আহত হন।

 

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এ তথ্য জানান।

 

গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার নাম বুলবুল আহমেদ ওরফে সজীব (৩০)। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের বলাশপুর মরাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, “বুলবুল আহমেদকে গাড়িতে তোলার সময় তাঁর আত্মীয়স্বজন ও সমর্থকরা পুলিশের মাইক্রোবাস আটকে আক্রমণ করেন। পরিস্থিতি সামাল দিতে ডিবির আরেকটি দল গেলে উত্তেজিত জনতা দা ও লাঠি নিয়ে আক্রমণ চালায়। এতে দুটি মাইক্রোবাস ভাঙচুর হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। আহত এসআই রফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

 

বুলবুল আহমেদ ছাত্রদলের নেতা হলেও দল জানিয়েছে, তাঁর অপরাধের দায় তারা নেবে না।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ (রবিন) জানান, “অস্ত্রসহ গ্রেপ্তারের পর কেন্দ্রীয় কমিটি তাঁকে পদ থেকে বহিষ্কার করেছে।”

 

মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি:
পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাইয়ের চেষ্টা, সরকারি কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আলাদা মামলা হয়েছে।
জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন জানান, “বুলবুল আহমেদকে আজ রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from DALY BANGAVUMI

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading