
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব ভবনে সাধারণ সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি প্রতাপ ঘোষ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার।
সভার প্রধান আলোচ্য বিষয় ছিল প্রেসক্লাবের বিগত কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং নির্বাচনী তফসিল ঘোষণা।
নতুন আহ্বায়ক কমিটির গঠন
সভায় পরিতোষ কুমার রায়কে আহ্বায়ক এবং মোঃ শাওন হাওলাদারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
- এ্যাডভোকেট মোস্তফা বিলাল
- গাজী তরিকুল ইসলাম
- দিগন্ত মল্লিক
নির্বাচনের সময়সূচি
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো:
- মনোনয়নপত্র সংগ্রহ ও জমা: ১৫ জানুয়ারি ২০২৫
- মনোনয়নপত্র যাচাই-বাছাই: ১৬ জানুয়ারি ২০২৫
- মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ: ১৭ জানুয়ারি ২০২৫
উপস্থিত ব্যক্তিত্ব
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাওন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা বিলাল, দপ্তর সম্পাদক গাজী তরিকুল ইসলাম, এবং নির্বাহী সদস্য এস এম এ ভূট্টো, রিপন রায়, দিগন্ত মল্লিক, চিরঞ্জিত মল্লিক, সুদীপ্ত বিশ্বাস শুভ, সবুজ মিস্ত্রী, অনিক বিশ্বাসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচন ঘিরে স্থানীয় সাংবাদিকদের মাঝে উত্তেজনা এবং নতুন নেতৃত্বের প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর মাধ্যমে প্রেসক্লাব কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।